আপনার ফেসবুক একাউন্ট চিরতরে মুছে ফেলবেন ( Delete Your facebook account forever)

আসসালামুয়ালাইকুম !
সকলকে শুভেচ্ছা জানিয়ে আরম্ভ
করছি
পরম
করুণাময়ের নামে।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই
ভালই
আছেন।
আজকের টিউনের টাইটেলটা
নিশ্চয়
দেখছেন, তো চলুন টিউনে ফিরে
যাই।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয়
সামাজিক
যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক ।
যে কেউ চাইলেই এর একাউন্ট খুলতে
পারে ।
কিন্তু যে কেউ চাইলে সহজেই এর
একাউন্ট
ডিলিট করতে পারেনা।
আজ আমরা ফেসবুক আইডি স্থায়ী
ভাবে
ডিলিট করা সম্বন্ধে জানবো।
ফেইসবুকের এ্যাকাউন্ট সেটিং
থেকে
Deactivate করা যায় কিন্তু স্থায়ী
ভাবে
ডিলিট করা যায় না।
যদি কোন কারনে এ্যাকাউন্ট
স্থায়ী
ভাবে
ডিলিট করতে হয় তবে এই টিউনটি
আশা
করি
আপনার উপকারে দিবে।
ভয় নেই কাজটি করার সাথে সাথে
ডিলিট
হবে না।
আপনাকে ১৫ দিন সময় দেওয়া হবে
ভেবে
দেখার যে আসলেই ডিলিট করবেন
কিনা।
এখন আপনি যদি ফেইসবুক এ্যাকাউন্ট
ডিলিট
করে চান তবে এই টিউনটি মনযোগ
সহকারে
পড়ুন এবং যা করতে বলা হয় তাই করুন।
এজন্য আপনাকে যা করতে হবে তা
হল,

আপনি
যেই এ্যাকাউন্ট টি ডিলিট করবেন
সেটি
ফেইসবুকে লগইন করার পর এখানে ক্লিক করুন
.
তারপর পাচওয়ার্ড দিয়ে সাবমিট করুন।
.
আমার ওয়েব সাইট

এবার সবচাই‌তে সহজ উপা‌য়ে আপনার Android ফো‌নের folder hide করুন আবার হাইড করা folder ফি‌রি‌য়ে আনুন কোন apps দরকার নাই। by shafikul

আজ আপনাদের
বলবো কিভাবে Android
ফোনের যে কোনো Folder
লুকানো যায় কোনো Software
ছাড়াই ।। খুবই সহজ একটি পদ্দতি ।
আপনি যে Folder
টি লুকাতে চান সেই Folder টি Rename
করে প্রথমে Fullstop (.) বসান ।
উদাহরণ স্বরূপ :- ধরেন
আপনার Folder এর নাম abc ।
এখন Folder এর
নামের
প্রখমে Fullstop . বসান । তাহলে নাম
হবে .abc ।
ব্যাস, আপনার Folder টি Hide
হয়ে গেছে । আবার
Unhide করতে চাইলে আপনার File Manager
এ গিয়ে Menu>Show Hidden Files এর টিক
চিহ্নটি উঠিয়ে ফেলেন । তাহলেই
আপনার Folder
টি আবার Show করবে ।।
ভালো লাগলে অথবা না বুঝলে
Comment করুন । for help